পোস্টগুলি

জুলাই, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ইচ্ছে করে ভালবাসতে তোমাকে - নাম্মনে আসকিা নাংখো নামনকিনা

ইচ্ছে করে ভালবাসতে তোমাকে ইচ্ছে করে ভীষণ ভাবে ভালবাসতে তোমাকে সমুদ্রের ঢেউয়ে তোমায় নিয়ে সাঁতরাতে মেঘ হয়ে দুজন আকাশে ভাসতে তারপর বৃষ্টি হয়ে শান্তির মিলনে ঝরে পড়তে এ পৃথিবীর বুকে নতুন রচনায় উদ্ভাসিত হতে । মরুভূমির বুকে সবুজ বৃক্ষ হতে র্ঝণাধারা হয়ে স্বচ্ছ পানি হয়ে ঝলমল করতে তোমার বুকে মাথা রেখে কালো-রাত পাড়ি দিতে ঘুমের রাজ্যে ঘুরে বেড়াতে স্বপ্নলোকের বৃন্দাবনে ।। ভোর বেলাতে ঠোঁটে ঠোঁট মেলাতে উষ্ণ চুম্বনে আবেগাপ্লোত হতে যত শক্তি আছে এ দেহে, শক্ত করে চেপে ধরতে তোমাকে বুকে বুক মিলিয়ে আলিঙ্গনে ডুবে থাকতে ভালবাসার কঠিন মায়ায় মায়ামায়ী হতে ।।    মাছরাঙা পাখি হয়ে রঙিন পাখা মেলতে ঝিলের জলে মাছ ধরে এদিক ওদিক ঘুরতে বসন্ত বাতাসে পাখনা মেলে আকাশ পানে উড়তে সবকিছুর মূলে শুধু তোমার ভালবাসায় থাকতে । গারো ভাষা (আচিক ভাষা) নাম্মেন হাসিকা নাংখো নামনিকনা নাম্মেন হাসিকা আংআ নাংখো নামনিকনা সাগালনি চিও নাংমিং আপসান হংএ জ্রঅনা মিকখা হংএ সিলগাচানা বিলনা ইনদাকে জামানো মিকখা ফিল্লে চকননা ইয়া সালগিও গিত্তাল জাংগী থারিনা । হানচেংনি জাংচিও নিথুয়া বিফাং ফিলনা চিরিংনি বক্কা চি ফিললে চিংছেদ চিংছেদ হংনা নাংনি গিস...