পোস্টগুলি

sad লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

জীবনের অন্তরের এবং আমার কথামালা

ছবি
সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়েই প্রতিটি মানুষের জীবন । সবসময় ভাল দিন যায়, আনন্দে দিন চলে যায় এমন কথা কেউ বলতে পারেনা পারবেনা । তারপরও প্রত্যেক মানুষের অন্তরে, মনে, নিজের, একান্ত নিজের বলে অনেক অব্যক্ত কথামালা থাকে যা কারো কাছে বলতে বা প্রকাশ করতে পারেনা । আমিও তার বাইরে নই, আমিও সব কথা সবার সাথে এমনকি নিজের মা বাবা ভাই বোন, সন্তান স্বামী সবার কাছে মন খোলে কথা বলতে পারিনা । তাই এখানে কিছু বাস্তব ঘটনা, মনের প্রত্যাশা, নিজের অভিজ্ঞতা, দিনমালা সুখ দুঃখ এসব নিয়ে এখানে লিখে লিখে প্রকাশ করতে চাই । শুরু করবো নতুন ভাবে নতুন করে, কখনো মন চলেনা কখনো খুব ইচ্ছে করে হাবিজাবি লিখে নিজেকে হালকা করতে যখন মন খারাপ থাকি, ভারাক্রান্ত থাকি, ক্লান্ত থাকি বিভিন্ন জীবনের বাস্তবতা নিয়ে অপ্রত্যাশিত ঘটনা নিয়ে,  ঘটে যাওয়া নানা কিছু নিয়ে ।  আজকে থেকে লিখবো এবং লিখবো, পড়বো, শুনবো, জানবো, জীবন নিয়ে নানামূখী ঘটনা রটনা জানা অজানা নিয়ে প্রকাশ করবো, নিজের মত করে, আমার মত করে যেখানে শিখবে, জানবে, বুঝবে, উৎসাহিত হবে, স্বপ্ন থাকবে, কল্পনা থাকবে আরো জীবন নিয়ে নানা বৈচিত্র কাহিনীও থাকবে ।