মাঝে মাঝে মনে হয়
ভীষন ভাবে ভাবি আনমনে ভাবি স্বপ্ন দেখি আলো দেখি মাঝে মাঝে র্স্বগের দেবী হই কখনো ফুল কখনো সবুজ গাছ কখনো নীল আকাশ কখনো তোমার মনের আয়না মাঝে মাঝে হাড়িয়ে যায় অজানা ভূবনে যার কোন অস্তিত্ব নেই ।।
এটি আমার চিন্তা চেতনা ও মননশীলতার একটি পাতা যেখানে আমার নিত্য নৈমিত্তিক ঘটনা সহ শিক্ষার কথা আলোকপাত করা হবে । নিজের, সমাজের, দেশের ও নানা ধরনের তথ্য ও অনুপ্রেরণার কথা তুলে ধরা হবে । দেশ বিদেশে সফল মানুষ ও তাদের জীবন বৈচিত্র সমূহ ধাপে ধাপে তুলা ধরা হবে । এ খান থেকে যেন শিখতে পারে, জানতে পারে, আনন্দিত হয় ও মননশীলতা বৃদ্ধি পায় । সবাই আমন্ত্রিত