মাঝে মাঝে মনে হয়

ভীষন ভাবে ভাবি
আনমনে ভাবি
স্বপ্ন দেখি
আলো দেখি
মাঝে মাঝে র্স্বগের দেবী হই
কখনো ফুল
কখনো সবুজ গাছ
কখনো নীল আকাশ
কখনো তোমার মনের আয়না
মাঝে মাঝে হাড়িয়ে যায় অজানা ভূবনে
যার কোন অস্তিত্ব নেই ।।

মন্তব্যসমূহ

আলোছায়া কথামালা

গারোদের উৎপত্তি, সমাজ ব্যবস্থা, কৃষ্টি-সংস্কৃতি, বিবাহ প্রথা ও মাতৃসূত্রীয় প্রথা

গারো শব্দের উৎপত্তি ও বিভিন্ন মতবাদ (গারোদের উৎপত্তি, সমাজ ব্যবস্থা, কৃষ্টি-সংস্কৃতি, বিবাহ প্রথা ও মাতৃসূত্রীয় প্রথা -১ম পর্ব)