জীবনের অন্তরের এবং আমার কথামালা
শুরু করবো নতুন ভাবে নতুন করে, কখনো মন চলেনা কখনো খুব ইচ্ছে করে হাবিজাবি লিখে নিজেকে হালকা করতে যখন মন খারাপ থাকি, ভারাক্রান্ত থাকি, ক্লান্ত থাকি বিভিন্ন জীবনের বাস্তবতা নিয়ে অপ্রত্যাশিত ঘটনা নিয়ে, ঘটে যাওয়া নানা কিছু নিয়ে ।
আজকে থেকে লিখবো এবং লিখবো, পড়বো, শুনবো, জানবো, জীবন নিয়ে নানামূখী ঘটনা রটনা জানা অজানা নিয়ে প্রকাশ করবো, নিজের মত করে, আমার মত করে যেখানে শিখবে, জানবে, বুঝবে, উৎসাহিত হবে, স্বপ্ন থাকবে, কল্পনা থাকবে আরো জীবন নিয়ে নানা বৈচিত্র কাহিনীও থাকবে ।
মন্তব্যসমূহ