আবেগ দিয়ে জীবন চলেনা, বিবেকের প্রয়োজন আছে

 

আবেগ দিয়ে জীবন চলেনা বিবেকের প্রয়োজন আছে




পৃথিবীবে যত মানুষ আছে সবাই বিবেক নিয়েই জন্ম গ্রহন করে । বিবেকবিহীন কোন মানুষ হতে পারেনা । তবে এই বিবেক ইতিবাচক বা নেতিবাচক এরকম হতে পারে । বেকহীন মানুষ মানে তার মাঝে বিবেক নেই এমন না । বরং তার ভিতরে যে বিবেক থাকে সেটা হয়তো নেগেটিভ যা সাধার মানুষ সমাজ, পরিবার তা গ্রহন করেনা । 


আবার আমরা আবেগের কথাও বলে থাকি । বিবেক এবং আবেগ দিন ও রাতের মতই একে অন্যের পরিপূরক । বিবেক যেমন প্রতিটি মানুষের অন্তরে বিরাজ করে তেমনি আবেগও প্রতিটি মানুষের ভিতরেই থাকে । বিবেক যেখানে সেখানে আবেগ থাকতে পারে নাও থাকতে পারে তবে আবেগ যেখানে থাকবে বিবেক সেখানে বিরাজমান । 


সাধারনভাবে বলা যায়, কোন বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় যদি বুদ্ধিমত্তা হতে যদি হয়ে তাকে তাহলে সেটা বিবেক অর্থাৎ ভালভাবে চিন্তা ভাবনা বিচার বিশ্লেষন করে যদি সেই সিদ্ধন্ত নিয়ে থাকে তাহলে সেটা হলো বিবেক দিয়ে সিদ্ধন্ত গ্রহন করা । আর এ সিদ্ধান্তই যদি মন থেকে হৃদয় থেকে আসে এমন অনুভুত হয়, তাহলে সেটাই আবেগ বিবেকের কাজে অনেক ধরনের ভাল মন্দ, কি হবে, কি হবেনা এসব যুক্তি থাকে আর আবেগের কাজে যুক্তি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। 


আবেগ প্রকাশ করতে গিয়ে কখনো নিজের বিবেক বিচার বুদ্ধি এসব কে বিসর্জন দেয়া কখনও উচিৎ হবেনা । সব ধরনের কাজে কম বা বেশী, ইতিবাচক বা নেতিবাচক আবেগ থাকবেই তবে বিবেককে বেশি প্রাধান্য দেয়াই হলো সবচেয়ে উত্তম। আর তাই ইতিবাচক বিবেক অবশ্যই আমাদের প্রত্যেকের অন্তরে লালন ও ধারন করা উচিৎ।


বিবেক হলো এমন একটি বিষয় বা বুদ্ধিমত্তা যা তাকে ন্যায় অন্যায় কে বুঝতে বেশি গুরুত্ব দেয়, আর আবেগ কেবল ভাসা ভাসা প্রেম প্রীতি সুখ দুঃখ আনন্দ বেদনাকে এসব বিষয়কে বিবেচনা করে । প্রতিটি মানুষ মাত্রই আবেগ প্রবন তবে কেউ নিয়ন্ত্রন করতে পারে আবার কেউ কেউ তা নিয়ন্ত্রন করতে পারেনা । আর তাই অনেক বেশী আবেগ প্রবণ হলে জীবনে অনেক বড় ভুল করার সম্ভাবনা বেশী থাকে ।




বেশী আবেগ হলে কি কি হতে পারে আমরা একটু আলোকপাত করা চেষ্টা করি । 


প্রথমত যার অন্তরে বেশী আবেগ থাকে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনা । আবেগকে নিয়ন্ত্রন করতে পারেনা তারা খুব সহজেই জীবনে অনেক বড় ভুল করে বসতে পারে যা তার জীবনকে, পরিবারের জীবনকে এবং সমাজের জীবনকে কলুষিত করতে পারে তার মানে সে জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনা । সঠিক সিদ্ধান্ত না হওয়ার কারনে নিজের অনেক বড় ভুল হয়ে যায় যা সেখান থেকে সহজে উত্তর করতে পারেনা এবং অনেক পিছিয়ে থাকে । তাইতো আমরা শুনি যে, আবেগ দিয়ে জীবন চলেনা । 


দ্বিতীয়তঃ আবেগ দিয়ে ভাল মন্দ, উচিত অনুচিত বিচার বিবেচনা করা যায়না । শুধুমাত্র অনুভুতির খেলা করে যেন । সুখ দুঃখ আঘাত ব্যথা কষ্ট আনন্দ এগুলো হলো আবেগ তাই আবেগ কে গুরুত্ব দিয়ে মানে ক্ষনিক আনন্দের জন্য বা ক্ষনিক সুখের জন্য কোনকিছু করলে সেটা জীবনকে সুন্দর করতে পারেনা মানে জীবনকে ধবংস করে দিতে পারে যেখানে শুধুমাত্র বিবেক বােইরে থেকে কান্না করে । একটি উদাহরন দেইঃ যেমন একজনের শুধুই সিনেমা দেখতে ভাল লাগে মনে আনন্দ পায়, সুখানুভুতি, অন্তরে প্রেম জাগ্রত হয় এর জন্য তার কি সারাসময় শুধু সিনেমা দেখলেই হবে? নিজের আনন্দ পাওয়ার জন্য । তাই বিবেক দিয়ে সব বিচার বিবেচনা করা খুবই প্রয়োজন । 


তৃতীয়ত আপনি যদি আবেগ দিয়ে চলেন তাহলে বিশ্বের বাস্তব জগৎ সম্পর্কে বুঝতে বা চিন্তা করতে পারবেননা । আবেগে মধ্যে ডুবে থাকলে বিবেককে কাজে লাগারো যাবেনা । বাস্তবতা নিয়ে যদি চিন্তা না করেনা, বাস্তবতা যদি না বুঝেন তাহলে সে হবে একজন পাগল বা অস্বাভাবিক প্রকৃতির একজন মানুষ । সিনেমার গল্প আর বাস্তব যেমন এক নয় তেমনি আবেগ ও বাস্তবতা ভিন্ন জগৎ । বাস্তব জগৎ থেকে দূরে থাকা মানেই আপনি অনেক কিছু থেকে পিছিয়ে যা একজন মানুষের তা হওয়া উচিত না ।


কিছু বিখ্যাত ব্যাক্তিদের আবেগ সম্পর্কিত বানী তুলে ধরিঃ


১। অর্থ এবং বিনিয়োগের জগতে, আপনাকে অবশ্যই নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে জানতে হবে । - রবার্ট কিয়োসাকি


২। আপনার আবেগগুলি আপনার মস্তিস্কে জৈব-রাসায়নিক ঝড় ছাড়া কিছুই নয় এবং আপনি যে কোনও সময়ে যে কোনও জায়গায় এটা নিয়ন্ত্রণে রাখতে পারেন ।- টনি রবিন্স

৩। আপনি যদি নিজের আচরণকে নিয়ন্ত্রণ করেন তাহলে আপনার আবেগও ঠিক হয়ে যাবে ।- জন মেক্সওয়েল

প্রতিটি মানুষের যেমন তার মূখের একটি কপালে দুটি চোখ থাকে তেমনি মনের বা অন্তরের  মাঝেও এমন দুটি চোখ থাকে যার একটি হল বিবেক আর অপরটি হল আবেগ। অন্তেরের এই  দুটি অংশ অর্থাৎ আবেগ ও বিবেক দ্বারা আমাদের প্রতিটি সময় ও জীবন পরিচালিত হয় । আমরা মানুষ স্থান কাল পাত্র ভেদে আবেগ ও বিবেক কে একেকজন একেক রকমভাবে ব্যবহার করি । আবেগ দিয়ে কি হবে, যদি বিবেক না থাকে? বিবেক শুধুই মনের উপর এক ধরনের চাপ প্রয়োগ করতে থাকে । 


আবেগ ছাড়া যেমন জীবন চলেনা সেরকম বিবেক ছাড়া একজন মানুষ হতে পারেনা । যার মধ্যে সুন্দর বিবেক থাকে এবং এই সুন্দর বিবেক দিয়ে নিজের জীবনের আবেড় মানে সুখ দুঃখ আনন্দ বেদনা হতাশা নিরাশা এসবকে নিয়ন্ত্রন করতে পারে সে তত সফল একজন মানুষ এই পৃথিবীতে ।


#বিবেক, #আবেগ, #আনন্দ, #বেদনা, #জীবন, #নিয়ন্ত্রন, #সুন্দর 


মন্তব্যসমূহ

আলোছায়া কথামালা

গারোদের উৎপত্তি, সমাজ ব্যবস্থা, কৃষ্টি-সংস্কৃতি, বিবাহ প্রথা ও মাতৃসূত্রীয় প্রথা

গারো শব্দের উৎপত্তি ও বিভিন্ন মতবাদ (গারোদের উৎপত্তি, সমাজ ব্যবস্থা, কৃষ্টি-সংস্কৃতি, বিবাহ প্রথা ও মাতৃসূত্রীয় প্রথা -১ম পর্ব)