আবেগ দিয়ে জীবন চলেনা, বিবেকের প্রয়োজন আছে
আবেগ দিয়ে জীবন চলেনা বিবেকের প্রয়োজন আছে পৃথিবীবে যত মানুষ আছে সবাই বিবেক নিয়েই জন্ম গ্রহন করে । বিবেকবিহীন কোন মানুষ হতে পারেনা । তবে এই বিবেক ইতিবাচক বা নেতিবাচক এরকম হতে পারে । বেকহীন মানুষ মানে তার মাঝে বিবেক নেই এমন না । বরং তার ভিতরে যে বিবেক থাকে সেটা হয়তো নেগেটিভ যা সাধার মানুষ সমাজ, পরিবার তা গ্রহন করেনা । আবার আমরা আবেগের কথাও বলে থাকি । বিবেক এবং আবেগ দিন ও রাতের মতই একে অন্যের পরিপূরক । বিবেক যেমন প্রতিটি মানুষের অন্তরে বিরাজ করে তেমনি আবেগও প্রতিটি মানুষের ভিতরেই থাকে । বিবেক যেখানে সেখানে আবেগ থাকতে পারে নাও থাকতে পারে তবে আবেগ যেখানে থাকবে বিবেক সেখানে বিরাজমান । সাধারনভাবে বলা যায়, কোন বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় যদি বুদ্ধিমত্তা হতে যদি হয়ে তাকে তাহলে সেটা বিবেক অর্থাৎ ভালভাবে চিন্তা ভাবনা বিচার বিশ্লেষন করে যদি সেই সিদ্ধন্ত নিয়ে থাকে তাহলে সেটা হলো বিবেক দিয়ে সিদ্ধন্ত গ্রহন করা । আর এ সিদ্ধান্তই যদি মন থেকে হৃদয় থেকে আসে এমন অনুভুত হয়, তাহলে সেটাই আবেগ বিবেকের কাজে অনেক ধরনের ভাল মন্দ, কি হবে, কি হবেনা এসব যুক্তি থাকে আর আবেগের কাজে যুক্তি থাকতেও পারে আবার নাও থাকতে